বেঙ্গল ভলান্টিয়ার্স স্পষ্টভাবেই এবং নির্দ্বিধায় বাংলার হিন্দু সমাজের কথা বলে।
এটাই যদি আমাদের বক্তব্যের শেষ হতো, তবু হয়তো যথেষ্ট ছিল। কিন্তু বাস্তব পরিস্থিতি এতটাই জটিল যে আরও খোলাখুলি এবং স্পষ্টভাবে বলার প্রয়োজন আছে।
গত পঁচাত্তর বছর, বা বলা ভালো বিগত প্রায় এক শতাব্দী ধরে বঙ্গের হিন্দুরা বিপদের সম্মুখীন। যে জাতি ষাটের দশক পর্যন্ত সকল বাধা মোকাবিলা করে শিখরে উঠেছিল, সেই জাতিই আজ অস্তিত্বের সঙ্কটে। এই অবক্ষয় যদি এখনই থামানো না যায়, তাহলে আর অর্ধশতকও লাগবে না– বাংলার হিন্দুরা ইতিহাসের পাতায় বিলুপ্ত হয়ে যাবে! একসময় যাদের সৌন্দর্যবোধ, মেধা, দেশপ্রেম এবং উদ্ভাবনী শক্তির জন্য বিশ্বজোড়া সম্মান ছিল, সেই জাতিই আজ অপমানিত। কারণ? ভয়াবহ অবক্ষয় আর নিজস্ব শক্তির প্রতি উদাসীনতা।
কী ভুল হলো? এই প্রশ্নের কোনো সঠিক উত্তর আজও পাওয়া যায়নি। আশ্চর্যের বিষয়, এত গুরুতর সমস্যা নিয়ে এখনো কোনও বড় ধরনের গবেষণাও হয়নি, কেননা যারা এই গবেষণার পথে এগোতে পারত, সেই তথাকথিত ‘ছদ্ম—ধর্মনিরপেক্ষতা’ নামের বিষবৃক্ষ তা হতে দেয়নি।
কিন্তু সত্যি কথা বলতে কি, এই ভয়ঙ্কর বাস্তবতা বোঝার জন্য খুব গভীর গবেষণাও দরকার হয় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পৃথিবীতে বাংলার হিন্দুরাই সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে নিপীড়িত জাতি— ধর্ম, ভাষা, অর্থনীতি সব দিক থেকেই। আর তারা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে আছে বিচ্ছিন্ন, বেদনাহত, নিজের ভিটে হারানো মানুষের মতো।
১৯৪৭ সালের দেশভাগ অখণ্ড বাংলার ছিন্নভিন্ন হওয়া, আজও এই জাতির প্রধান অভিশাপ। এই দীর্ঘদিনের অবিচারের অবসান ঘটাতেই এখন সময় এসেছে নতুন পথচলার— পুনরুজ্জীবনের।
এই সংকটের মুহূর্তেই বেঙ্গল ভলান্টিয়ার্স ট্রাস্ট সৃষ্টি হয়েছে একটি সংগঠন হিসেবে, যারা দৃঢ়তা, শৃঙ্খলা এবং অটল বিশ্বাস নিয়ে এই বহুবছরের সংগ্রামে বিজয়ের বার্তা আনতে চায়। আমাদের লক্ষ্য কোনও নতুন মতবাদ সৃষ্টি করা নয় বা শুধু বুদ্ধিবৃত্তিক আলোচনায় আটকে থাকা নয়—আমাদের উদ্দেশ্য হলো এমন একটি চিন্তাধারা এবং এমন এক সমাজ গড়ে তোলা যেখানে সাধারণ মানুষ ও সংগ্রামী মানুষের মধ্যে কোনও ব্যবধান থাকবে না। যেখানে প্রতিটি মানুষই নিজের জাতির জন্য রক্ষাকবচ হয়ে উঠবে।
“নাভিষেক ন সংস্কারঃ সিংহস্য ক্ৰিয়তে বনে, বিক্রমার্জিত সতবস্য স্বয়মেব মৃগেন্দ্রিতা।।”
(বেঙ্গল ভলান্টিয়ার্স ট্রাস্ট — রেজি. নং ১৯০৩০২৫৭৯/২০১৯)
(নেপথ্য সংগীত — Chariots of Fire — Vangelis)
স্বত্বঃ ২০২৫ বেঙ্গল ভলান্টিয়ার্স • GeneratePress দ্বারা নির্মিত